Rap song
• Written by user921485444
"রাউজান ব্যাড বয়"
(ইন্ট্রো)
রাউজান শহর, ভাই তুই চিনস না,
পাহাড়, নদী, আর ভাই ঝাল-মসলা!
চিটাগাংয়ের বুকে একখান গেম চেঞ্জার,
আমার বাপ দাদারা, রইছে হাফ ডেঞ্জার!
(ভার্স ১)
সকাল বেলায় পেঁয়াজু আর চা,
মাঝে মাঝে হাটে গিয়া, মারি ঢলকা রা!
পুয়া কইরা বাইর হই, দিছি ফ্লো ফায়ার,
রাউজানের ছেলে, পিছে বাজে সাইর!
(হুক)
রাউজান পুয়া, আমি বিটে জ্বলা,
বলি চিটাগাং স্টাইলে, ভাই সব খালা খালা।
পাহাড় নাকি সাগর, আমি দেই থাপা,
আমার ব্যার নাচে, শুনলে র্যাপটা!
(ভার্স ২)
গাড়ি নাই, তবু গতি, হুইসেল বাজে রোডে,
বন্ধু সব মেজাজি, চলে স্টাইলে কোডে।
পাক্কা রাইচে ভাজি, আর গরুর কালা ভুনা,
এই লাইফটাই আমার, ভাই আর কিছু লাগেনা!
(হুক রিপিট)
রাউজান পুয়া, আমি বিটে জ্বলা,
বলি চিটাগাং স্টাইলে, ভাই সব খালা খালা।
পাহাড় নাকি সাগর, আমি দেই থাপা,
আমার ব্যার নাচে, শুনলে র্যাপটা!
(আউট্রো)
জিন্দেগি ফাস্ট, তবু মনটা ক্লিয়ার,
রাউজান থেকে ভাই, আসি হইয়া স্টিয়ার।
পুয়া র্যাপার আমি, ভাই লাগাই ফিয়ার,
সাউথ ইস্ট কিং, নামটা রইলো হিয়ার!
---